#news #banglanews #norafatehi #nora #norafatehidance <br /><br />ঢাকায় আসছেন নোরা ফাতেহি<br />বিদেশি শিল্পীদের ঢাকায় আসার মাত্রা দিনদিন বাড়ছে। এইতো সেদিন, ঢাকা মাতিয়ে গেছেন রোমানিয়ান পপশিল্পী ওটিলিয়া। তার রেশ কাটতে না কাটতেই ঢাকায় এসেছেন শিল্পা শেঠি।<br />এবার ঢাকা মাতাতে আসছেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানের সঙ্গে ঝড় তুলবেন তিনি। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আয়োজকরা।<br /><br />আমাদের চ্যানেলে মূলত সমস্ত খবর নিয়ে ।<br /> চ্যানেলে বরিশাল এর খবর বেশি প্রচার করা হয় ।<br />এছাড়া বাংলাদেশ এর সমস্ত খবর পেতেও আমাদের সাতে যুক্ত থাকতে পারেন ।<br /> ধন্যবাদ ।<br /><br />Facebook Page= https://www.facebook.com/brishal24tv/